নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মালবাহী কন্টেইনার ট্রাকের চাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফয়সাল আহম্মেদ সুজন ও ফয়সাল আরাফাত। তাঁরা কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা। নিহত দুজনেই ঢাকায় বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঈদের ছুটি শেষে সকালে মোটরসাইকেলে কুমিল্লা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে শিমরাইল এলাকায় পোঁছালে একটি কন্টেইনার ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।