নারায়ণগঞ্জে নানা অজুহাতে চলছে ব্যক্তিগত গাড়ি
নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়কে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন আজ মঙ্গলবার ব্যক্তিগত গাড়ি চোখে পড়ার মতো। নানা অজুহাতে বিধিনিষেধ অমান্য করে তারা রাস্তায় চলাচল করছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, এর মধ্যে বিধিনিষেধ অমান্যকারী অনেককেই গুনতে হচ্ছে জরিমানা। ওষুধ সরবরাহের ভ্যান, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাকেরও কমতি নেই নারায়ণগঞ্জের রাস্তায়।
কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলার ২৩টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। টহলে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবির ২১টি টিম। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছেন ২৩টি ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত চার দিনে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় জেলায় প্রায় ৩০০ মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে প্রায় দুই লাখ টাকা।