নারায়ণগঞ্জে নিখোঁজের ১১ দিন পর মিলল শিশুর লাশ
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ১১ দিন পর রিয়াদ (৭) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোর ৪টার দিকে জালকুঁড়ি তালতলা এলাকায় হাজামাজা পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুজন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত জামিল জানান, গত ২৪ এপ্রিল আদমজী নগর এলাকা থেকে শিশু রিয়াদ নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে ২৮ এপ্রিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন রিয়াদের বাবা মো. রাজু। গতকাল মঙ্গলবার সকালে রিয়াদের বাবা রাজুকে মোবাইলে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অভিযুক্ত সুজন। টাকা না দিলে রিয়াদকে হত্যা করা হবে হুমকি দেন। বিষয়টি রাজু পুলিশকে জানান। এরপর আসামি সুজনের মোবাইল ফোন ট্র্যাকিং করে রাতে তাঁকে আদমজী নগর এলাকা থেকে গ্রেপ্তার করে।
পরে আসামির দেওয়া তথ্য অনুযায়ী, আজ ভোরের দিকে জালকুঁড়ি তালতলা এলাকায় একটি পরিত্যক্ত ভবনের পাশে হাজামাজা পুকুরের ঘাঁসের নিচ থেকে রিয়াদের লাশ উদ্ধার করে।
এসআই শওকত জামিল জানান, ১১ দিন আগেই শিশুটিকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত সুজন।