নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার কদমতলী এলাকায় একটি পাটের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় শারমিন জুট বেলার্সের গুদামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, বিসিক ও হাজীগঞ্জ থেকে তিনটি স্টেশনের সাতটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গুদামের শ্রমিকরা জানান, পাশের গুদাম থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মালিকপক্ষের দাবি, শারমিন জুট বেলার্সের গুদাম ভাড়া নিয়ে চারজন ব্যবসায়ী পাট মজুদ করে রপ্তানি করে আসছিলেন। আগুনে গুদামে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানিয়েছেন তারা।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, ‘আগুন লাগার খবরপেয়ে তিনটি ষ্টেশনের সাতটি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎসের বিষয়ে তদন্তের পর বলা যাবে। তবে আগুনে কোনো হতাহতের খবর নেই।’