নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে বন্দরের কদম রসুল নূরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিক্ষার্থী নূসরাত (৯) ও সামিয়া (৯) লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। নূসরাত নূরবাগ এলাকার দিন মুজুর নজরুল মিয়ার মেয়ে ও সামিয়া সিরাজ মিয়ার মেয়ে।
আজ সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে তলিয়ে যায়। পথচারীরা শিশু দুটিকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।