নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানচালক নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুর রহমান নামে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়-মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মুন্সীগঞ্জের লৌহগঞ্জের বাংকাইজ গ্রামের মৃত রেকমত আলীর ছেলে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়-মৌচাক এলাকায় একটি যাত্রীবাহী বাস পিকআপের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকআপচালক গাড়িটি থামিয়ে দেখতে বের হলে আরেকটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবী হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় কোনো বাস আটক করা সম্ভব হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।