নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১০ জন আহত
নারায়ণগঞ্জের কাঁচপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপে এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
আজ বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষ চলাকালীন ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজটের।
শ্রমিকরা কয়েক মাসের বকেয়া বেতন, মাতৃত্বকালীন ছুটি, বার্ষিক ছুটির টাকা, মৃত্যুজনিত বিমার টাকার দাবিতে সকালে মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাক্কাধাক্কি হাতাহাতি হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।