নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় হেফাজতের চার নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাওয়ের পর সহিংসতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া একাধিক মামলায় হেফাজতে ইসলামের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর জুরাইন এলাকা থেকে গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া হেফাজতের চার আসামির মধ্যে মাওলানা ইকবাল ২৮ মার্চ হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংস ঘটনার প্রধান আসামি। অন্য আসামিরা হলেন মাওলানা মোয়াজ্জেম হোসেন, মাওলানা শাজাহান শিবলি ও মাওলানা মহিউদ্দিন। তাঁরা হেফাজতের সহিংসতার ঘটনায় হওয়া পৃথক চার মামলার আসামি। আজ সোমবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারী নিয়ে অবস্থানকালে মামুনুল হককে অবরুদ্ধ করা হয়। সঙ্গে থাকা নারী সম্পর্কে জানতে চাইলে তাঁকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনুলকে তাদের হেফাজতে নেয়। পরে মামুনুল হকের ওই ঘটনা জানাজানি হলে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে হেফাজতের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা রয়েল রিসোর্টে ভাঙচুর চালায়। এ পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।