নারায়ণগঞ্জে সীমানা নিয়ে বিরোধের জেরে গৃহবধূ খুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সীমানা নিয়ে বিরোধের জেরে হালিমা বেগম নামের এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার ভিটিকলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী আব্দুল করিমও আহত হয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকালে আব্দুল করিম ও তাঁর স্ত্রী হালিমা বেগম রান্নাঘরের বেড়া সংস্কারের কাজ করছিলেন। এ সময় তাদেরই মেয়ে তানিয়া আক্তারের দেবর ইমান আলী এতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইমান আলী ঘর থেকে ধারালো অস্ত্র এনে আব্দুল করিম ও তাঁর স্ত্রী হালিমা বেগমকে কুপিয়ে জখম করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উভয়কে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে হালিমা বেগম মারা যান।