নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ নিহত ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) ও শিশু জিসান (৯)। আহতরা হলো সাঈদা বেগম (৩০) ও শিশু শাকিব (১০)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ভবনের মালিক সোলাইমান ও সাঈদ খান। আজ সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ওই ভবনের সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে চারজন আহত হয়।
আহতদের সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শিশু জিসান ও রাজ্জাক নামের এক ব্যক্তি মারা যান। গুরুতর আহত হয় শিশু শাকিব ও সাঈদা নামের এক নারী।
হাসপাতালের চিকিৎসক নাজমুল হোসেন বিপু জানান, বিস্ফোরণে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একটি শিশু পথেই মারা যায়। রাজ্জাক নামের অপর একজন হাসপাতালে আনার পর মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া এক নারীকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
ওসি আসলাম হোসেন জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।