নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে লঞ্চ বন্ধের নির্দেশ, মালিকদের প্রতিবাদ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক শেখ মাসুদ কামাল আজ সোমবার দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, ‘যাত্রীসাধারণের নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন লঞ্চ মালিকেরা। সোমবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার নারায়ণগঞ্জ জোন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জোনের সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, ‘তুঘলকি নির্দেশনা দিয়ে লঞ্চ চলাচল বন্ধের কথা বলা হচ্ছে। আমরা এখন পর্যন্ত কোনো লিখিত নির্দেশনাও পাইনি। এমন করলে কীভাবে হবে। যখনই একটা দুর্ঘটনা ঘটে, বিআইডব্লিউটিএ সবার আগে মামলা করে। নৌপুলিশ, থানা এগুলো কিছু করে না কিন্তু বিআইডব্লিউটিএ গিয়ে মামলা করে। মালিকের নাম থাকে না, শুধু মাস্টার বা জাহাজে যারা ছিল তাদের নাম দেওয়া হয়।’
রোববার দুর্ঘটনায় কার্গো বন্দর থানায় মামলা করতে গেলেও থানা তাদের মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে বলেও অভিযোগ করেন বদিউজ্জামান বাদল।
বদিউজ্জামান বাদল বলেন, ‘নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার ওপারে শিল্পকারখানা বেড়ে গেছে। ভারী জাহাজের সংখ্যা অনেক বেড়ে গেছে। এ কারণে নদী অনেক ব্যস্ত হয়ে গেছে। এখানে বিদেশের মতো করে ট্র্যাক সিস্টেম করে দিতে পারে। সরকারের উদ্যোগেই আমরা বিদেশে গিয়ে দেখেছিলাম। এক ট্র্যাকে ভারী জাহাজ চলবে, আরেক ট্র্যাকে চলবে যাত্রীবাহী বা ছোটগুলো। কেউ কারও ট্র্যাকে যাবে না। এটি করা এখন সময়ের দাবি।’
গতকাল রোববার দুপুরে এম এল আফসারউদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে কয়লারঘাট এলাকায় কার্গো জাহাজ এম ভি রূপসী-৯ ছোট লঞ্চটিকে ধাক্কা দেয়।
এ পর্যন্ত আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ থেকে ২০ জন ঘটনার সময়ই সাঁতার দিয়ে তীরে উঠে আসতে সক্ষম হন। এখনও তিন জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজদের সন্ধানে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যেরা নদীতে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন।