নারী ও শিশু নির্যাতন মামলায় দুই পরিবারের ৪ ভাই জামিনে মুক্ত
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বহুল আলোচিত দুই পরিবারের গ্রেপ্তার চার ভাই কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন তাঁরা। এর আগে আজ সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এই চারজনের জামিন মঞ্জুর করেন।
কারাগার থেকে বেরিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর দায়ে বাদীর বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন ওই চার ভাই। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী ও মামলার আসামি গোলাম কিবরিয়া মামলা করা হবে বলে জানান।
জামিনে মুক্তি পাওয়া চার ভাইয়ের অন্য তিনজন হলেন গোলাম কিবরিয়ার ভাই গোলাম মহিউদ্দিন এবং রফিকুল ইসলাম পলাশ ও তার ভাই মো. জুয়েল।
এই মামলায় হেলাল শরিফ ও বাদীর দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদার এখনও কারাগারে। তাঁদের জামিনের জন্য আজ আদালতে কোনো আবেদন ছিল না।