নাশকতার মামলায় সিরাজগঞ্জে উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহাজাহান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘গ্রেপ্তারকৃত জামায়াত নেতা শাহাজাহান আলীর বিরুদ্ধে নাশকতার ২১টি মামলা রয়েছে। এসব মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এজন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি আরও জানান, শাহাজাহান আলীকে গ্রেপ্তারের সময় জামায়াতের কাজে ব্যবহৃত সিল ও রাষ্ট্রবিরোধী কিছু বই জব্দ করা হয়েছে।