নিউইয়র্কের সুপ্রিম কোর্টে বাংলাদেশের রিজার্ভ চুরির মামলা খারিজ : ফিলিপাইনের সংবাদমাধ্যম
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২০১৬ সালে চুরি হওয়া অর্থের একটি অংশ উদ্ধারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুপ্রিম কোর্টে করা মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফিলিপাইন স্টার গত সোমবার এ খবর প্রকাশ করেছে।
দ্য ফিলিপাইন স্টার বলছে—‘এখতিয়ার না থাকার’ কথা উল্লেখ করে গত ৮ এপ্রিল নিউইয়র্কের সুপ্রিম কোর্ট এক রায়ে বাংলাদেশ ব্যাংকের করা মামলাটি খারিজ করে দিয়েছেন।
দ্য ফিলিপাইন স্টারের প্রতিবেদনে বলা হয়, মামলাটি খারিজ হওয়ার কথা জানিয়েছে ফিলিপাইনের সোলারি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো এবং ম্যানিলা বে’র পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্লুমবেরি রিসোর্টস করপোরেশন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আট কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে এ রিজার্ভ রাখা ছিল। এ অর্থ ফিলিপাইনের রিজাল ব্যাংকে যায়, এবং দ্রুত সে অর্থ সরিয়ে নেওয়া হয়।
রিজার্ভ গায়েবের ঘটনায় তিন বছর আগে বাংলাদেশ ব্যাংক নিউইয়র্কের সুপ্রিম কোর্টে অর্থ উদ্ধারে মামলা করে। এ ছাড়া রিজার্ভ চুরির পর বিভিন্ন সময়ে এক কোটি ৫০ লাখ ডলার ফেরত পাওয়া গেছে।
রিজার্ভ চুরির মামলাটি দেশে তদন্ত করছে সিআইডি। তবে, এখন পর্যন্ত সংস্থাটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।