নিউমার্কেট এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালক নিহত
রাজধানীর নীলক্ষেত এলাকায় ঠিকানা পরিবহণের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক গোলাম মোস্তফা (৬৩) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে নিউমার্কেটের দক্ষিণ পাশের পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘বাসের চালককে আটক করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে বাসটিও। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।’
ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে ঠিকানা পরিবহণের একটি বাস চলতি সিএনজিতে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে যায়। পরে চালক গোলাম মোস্তফা গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
পরিদর্শক আরও বলেন, পরে চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিউমার্কেট থানায় জানানো হয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন। এখন লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।