নিউ মার্কেটে রণক্ষেত্র : আহত এনটিভি অনলাইনের সাংবাদিক পলাশ
ঢাকা কলেজের শিক্ষার্থী ও রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন এনটিভি অনলাইনের স্টাফ করেসপন্ডেন্ট মাসুদ রায়হান পলাশ।
আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিক মাসুদ রায়হান পলাশ বলেন, দুপুরে সংবাদ সংগ্রহ করতে যাই। সেখানে সংঘর্ষের ঘটনায় হঠাৎ করেই একটি ইটের টুকরো আমার মাথায় এসে লাগে। এরপরে রক্তাক্ত হয়ে যাই। এরপরে উপস্থিত সহকর্মীরা আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনের সময় আরও বেশ কয়েকজন সংবাদকর্মী নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের হামলায় আহত হয়েছেন। তাঁরা হলেন দীপ্ত টিভির সাংবাদিক আসিফ সুমিত ও তাঁর ক্যামেরাপারসন, এসএ টিভির রিপোর্টার তুহিন ও ক্যামেরাপারসন কবির হোসেন, মাইটিভির রিপোর্টার ড্যানি ও আরটিভির ক্যামেরাপারসন সুমন দে।
নিউ মার্কেট এলাকায় গতকাল সোমবার রাতে শুরু হওয়া এ সংঘর্ষ আড়াই ঘণ্টায় রণক্ষেত্রে পরিণত হয়। সেসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও সেখানে বিক্ষোভ করেন।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ফের রণক্ষেত্রে পরিণত হয় নিউ মার্কেট এলাকা। এ সময় কিছু শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের বিপরীতের তেল পাম্পে অবস্থান নেন। ব্যবসায়ীরাও গাউসিয়া, ইস্টার্ন মল্লিকাসহ আশপাশের এলাকায় অবস্থান নেন।
রণক্ষেত্র নিউমার্কেট এলাকায় প্রথমে জলকামান নিয়ে নির্লিপ্ত অবস্থানে ছিল পুলিশ। বেলা ১টার দিকে থেকে জলকামান নিয়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর প্রায় ৫০ মিনিট পর রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে শুরু করেন তাঁরা।
সে সময় আগুন জ্বালিয়ে টিয়ার গ্যাস থেকে বাঁচার চেষ্টা করেন সংঘর্ষকারীরা। একই সঙ্গে ইটপাটকেল, স্ট্যাম্প ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয় রাজধানীর নিউ মার্কেট ও তার আশপাশের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
এর আগেই সড়কের ডিভাইডারের ব্যারিকেট থেকে খুলে নেওয়া হয় লোহার শিক। তবে কে বা কারা খুলেছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
হামলাকারীরা যেমন চড়াও হন গণমাধ্যমকর্মীদের ওপর, তেমনি ছাড় পায়নি অ্যাম্বুলেন্সও। ভেঙে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের জানালার গ্লাস।