নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
বঙ্গবাজারের পর এবার ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর নিউ সুপার মার্কেট। আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি দল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আগুন লাগার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন।