নিজের কেনা ছুরি দিয়ে আত্মহত্যা করেন ডিবিসির প্রডিউসার
বেসরকারি টেলিভিশন ডিবিসির সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল বারী নিজের কেনা ছুরি দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ শনিবার গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান এ দাবি করেন।
মশিউর রহমান বলেন, ‘৭ জুন সন্ধ্যায় তিনি নিজেই ছুরি কিনে আনেন। সেই ছুরি দিয়েই তিনি শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। আমরা এক মাসেরও বেশি সময় ধরে ঘটনাটির পারিপার্শ্বিক সব বিষয় নিয়ে তদন্ত করি। এরপর এই তথ্য বেরিয়ে আসে।’
মশিউর বলেন, ‘তদন্তে দেখা গেছে, মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন বারী।’
মশিউর রহমান আরও বলেন, ‘যদিও আমরা প্রথমে এটিকে আমরা হত্যা বলে ধরে নিয়েছিলাম। কিন্তু, তদন্তে গিয়ে দেখা গেল যে তিনি আত্মহত্যা করেছেন। আমরা আদালতে সেভাবেই প্রতিবেদন দাখিল করব।’
উল্লেখ্য, গত ৭ জুন রাতে মহাখালীর বাসা থেকে বের হন বারী। এরপর আর বাসায় ফেরেননি। পরদিন সকালে তাঁর মরদেহ গুলশান থানা পুলিশ উদ্ধার করে। বারীর গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। এ ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশের পাশাপাশি মামলাটি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত শুরু করে।