নিবন্ধন সাড়ে ৪০ লাখ, টিকা পেয়েছেন সাড়ে ২৮ লাখ
দেশে এ পর্যন্ত ৪০ লাখ ৫৭ হাজার ৯০৫ জন করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহণকারীদের মধ্যে ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন পুরুষ এবং নয় লাখ ৯৪ হাজার ৬৭৫ জন নারী রয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন করোনার টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৪৮৯ এবং নারী ৬৮ হাজার ৯৫০ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন আট লাখ ৪৫ হাজার তিনজন। এর মধ্যে ঢাকা মহানগরীতে তিন লাখ ৯৩ হাজার ৩৯৮, ময়মনসিংহ বিভাগে এক লাখ ২৬ হাজার ৬১৭, চট্টগ্রাম বিভাগে ছয় লাখ ৩১ হাজার ৯৪, রাজশাহী বিভাগে তিন লাখ ১৭ হাজার ৯৭৮, রংপুর বিভাগে দুই লাখ ৬৩ হাজার ৪৬৩, খুলনা বিভাগে তিন লাখ ৪৮ হাজার ৪৭৭, বরিশাল বিভাগে এক লাখ ৩৭ হাজার ৫৬ এবং সিলেট বিভাগে এক লাখ ৮১ হাজার ২৫২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল।
এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনও তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।