নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে নারীদের মানববন্ধন ও বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বৈধ সংযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নারীরা। আজ মঙ্গলবার সকলে শহরের ঘাটুরাস্থ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত প্রমুখ।
এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারীরা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে সরবরাহ হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ থাকছে না।
এছাড়া দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের। এজন্য দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবচ্ছন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বাসাবাড়িতে বৈধ গ্যাস সংযোগ দেওয়ারও দাবি জানানো হয়।
দাবি মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
এদিকে মানববন্ধনে চোরাই গ্যাস সিন্ডিকেডের সদস্যরা ও অংশ নেওয়ায় এতে জনমতে ক্ষোভ দেখা দেয়।