নিরাপদ প্রজননে পাখির বাসা স্থাপন
নড়াইলে পাখির নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে দুই শতাধিক স্থানে পাখির বাসা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
এসব পাখির বাসা স্থাপন কার্যক্রম শুরু করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় গাছে মাটির বাসা স্থাপন করছে তারা। জেলা শিল্পকলা একাডেমী চত্বরের বটগাছে বাসা স্থাপনের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মো. মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শায়ায়াত হোসাইন সহসংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনে জেলা শিল্পকলা একাডেমী চত্বর, জেলা প্রশাসকের বাংলো, পুলিশ সুপারের বাংলো, চরেরঘাটসহ বেশ কয়েকটি এলাকায় গাছে বাসা স্থাপন করা হয়। পর্যায়ক্রমে জেলার সব উপজেলার বাগান ও গাছ সংরক্ষণ করে অভয়ারণ্য গড়ে তোলা হবে বলে আয়োজকরা জানান।