নির্বাচনকালীন সরকার নিয়ে ইসির সঙ্গে আলোচনার সুযোগ নেই : হানিফ
নির্বাচনকালীন সরকারের বিষয় নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। তবে, বিএনপি নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
আজ শুক্রবার বিকেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। বিএনপি কী করবে না করবে সেটা সময়ই বলে দেবে। নির্বাচনকালীন সরকারের বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই সেটা পড়ে না।’
হানিফ বলেন, ‘যদি বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যায়, তাহলে তাদের শুধু নির্বাচনের বিষয় নিয়েই আলাপ করতে হবে, নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলাপের কোনো সুযোগ নেই।’
হানিফ আরও বলেন, ‘অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সংবিধান। এই সংবিধান সমুন্নত রাখতে আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি যদি নির্বাচন সুষ্ঠু করার লক্ষে নির্বাচন কমিশনের বিষয়ে তাদের কোনো পরামর্শ থাকে, তাহলে দিতে পারে। এ বিষয়ে সরকারের সঙ্গেও তারা আলোচনায় বসতে পারে।’
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।