নির্বাচনেই প্রমাণ হবে মানুষ কাকে চায় না : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন আসুক, সেখানেই প্রমাণ হবে; দেশের মানুষ কাকে চায় আর কাকে চায় না। বাকিটা দেশের মানুষ নির্বাচনে সিদ্ধান্ত নেবে।’
আজ সোমবার বিকেলে কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার মতো নেতা না থাকলে এ দেশে উন্নয়ন হয় না, তা প্রমাণিত সত্য। আমাদের তো জনগণকে দেখাবার কাজ আছে। কাজ নিয়ে আমরা জনগণের কাছে যাব।’
সেতুমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলকর্মীরা পুলিশের ওপর আগে হামলা করেছে, পোশাক ধরে টানাহেচড়া করেছে এবং অস্ত্র কেড়ে নিয়েছে। তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। সিলেটের সমাবেশে যা হয়েছে ঢাকার উত্তরার শান্তি সমাবেশে তার দেড় গুণ মানুষ হয়েছে। এটা মিলিয়ে দেখুন। এতে বুঝবেন কার পায়ের তলায় মাটি আছে আর কার নেই। জনপ্রিয়তা যাছাইয়ের মানদণ্ড হচ্ছে নির্বাচন।’
এদিকে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা সেনানিবাসে কেককাটার আয়োজন করা হয়। পরে সেখানে আগত ৯৪০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাসহ সব গণ্যমান্য অতিথিকে অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. মাইনুর রহমান।