নির্বাচনে ইসির দিকনির্দেশনায় দায়িত্ব পালন করবে পুলিশ : আইজিপি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) দিকনির্দেশনা অনুযায়ী পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আইজিপি বলেন, ‘নির্বাচনের সময়ে পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দায়িত্ব পালন করে থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসির দিকনির্দেশনা অনুযায়ী আমরা পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করব।’
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর কাছে প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদ দমনে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘জীবনে সোনালি অধ্যায় পার করছো তোমরা। একদিন তোমরাই এ দেশের নেতৃত্বের হাল ধরবে। নীতি-নৈতিকতার স্বার্থে কোনো আপস করা যাবে না। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তোমরা এগিয়ে যাবে।’
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (ট্যুরিস্ট পুলিশ) হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি (ডিএমপি) সাইফুল্লাহ আল মামুন, শরীয়তপুরের সিনিয়র জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হকসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা।