নির্বাচন কমিশনের সাত কর্মকর্তাকে বদলি
নির্বাচন কমিশনের (ইসি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
এক প্রজ্ঞাপনে ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের বাজেট অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। তিনি আগামী ৯ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায়, ১০ এপ্রিল থেকে তাৎক্ষণিকভাবে তিনি অবমুক্ত মর্মে গণ্য হবে।
একই প্রজ্ঞাপনে বরিশাল জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে ইসি সচিবালয়ের মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ অধিশাখার উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে, অপর একটি প্রজ্ঞাপনে ইসি জানায়, নির্বাচন সচিবালয়ের শৃঙ্খলা শাখার সহকারী সচিব নুর নাহার ইসলামকে সহকারী পরিচালক হিসেবে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোহাম্মদ আল-মামুনকে শৃঙ্খলা শাখার সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে এ দুই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায়, ১০ এপ্রিলে তারা তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
অন্যদিকে, অপর দুটি আলাদা অফিস আদেশে তিনজনকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ অধিশাখার উপসচিব মো. মঈন উদ্দীন খানকে সচিবালয়ের বাজেট শাখার উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে সচিবালয়ের শৃঙ্খলা ও আপিল অধিশাখার উপসচিব মো. রফিকুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে এবং ইসির উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহানকে কমিশনের শৃঙ্খলা ও আপিল অধিশাখার উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।