নিষেধাজ্ঞা শেষে মুখর মেঘনাপাড়ের ইলিশের আড়ত
মা ইলিশ সংরক্ষণের জন্য টানা ২২ দিন মেঘনায় জাল ফেলা নিষিদ্ধ ছিল। গতকাল সোমবার মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ভোলার মেঘনাপাড়ের ইলিশের আড়তগুলো ব্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়া উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকেই আড়ত ও জেলেপল্লি ছিল কর্মব্যস্ত। ভোলার ইলিশা ও তুলাতলী মাছঘাটে জেলেদের কর্মব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
আজ ভোরের আলো ফুটতেই পুরনো চেহারা ফিরে পেয়েছে আড়তগুলো। সকাল থেকে ঘাটে ভিড়তে শুরু করেছে মেঘনার জেলেরা। আড়তদাররা ব্যস্ত মাছ বেচাকেনা নিয়ে।
আড়তদাররা জানিয়েছেন, আগের তুলনায় আকারে বেশ বড় ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। তবে দামে বেশি। শহর থেকে ইলিশ কিনতে যাওয়া ক্রেতারা দাম বেশি দেখে হতাশ। তবে আড়তদার আর জেলেরা ফুরফুরা মেজাজে।
মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহণ, মজুদ নিষেধ করে প্রজ্ঞাপন দেয় মৎস্য অধিদপ্তর। এ কারণে দীর্য ২২ দিন বন্ধ ছিলো ইলিশ ধরা।