নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, পিকআপের দুজন নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালীপল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনা জেলার সদর উপজেলার দুর্গাটি গ্রামের চাঁন মিয়ার ছেলে ইমরান হোসেন (২৬) ও উপজেলার সনোরা গ্রামের সদর আলীর ছেলে কাউসার (২৫)।
ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, পিকআপভ্যানটি ডাব নিয়ে নেত্রকোনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটির মালিক ইমরান আর সেটি চালাচ্ছিলেন কাউসার।
কাঁঠালীপল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই পিকআপটির মালিক এবং চালক মারা যান। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।