নিয়মিত আদালত খোলার দাবিতে আইনজীবীদের মানববন্ধন
নিয়মিত আদালত খোলার দাবিতে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন আইনজীবীরা। আজ সোমবার ঢাকা আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঢাকা আইনজীবী সমিতির নেতারা বলেন, সারা দেশে যখন সবকিছুই খোলা তখন শুধু আদালত বন্ধ রাখা অযৌক্তিক ও ন্যায়বিচার পরিপন্থি এবং আইনজীবীদের জন্য পেশাগত হুমকি। দীর্ঘদিন আদালত বন্ধ থাকার কারণে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশে বিচারহীনভাবে চলছে। যেখানে বিজ্ঞ বিচারকগণ ও আদালতের কর্মচারীরা সবাই সরকারি বেতন-ভাতা পাচ্ছেন, সেখানে নিয়মিত আদালত বন্ধ থাকার কারণে সাধারণ আইনজীবীরা অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতির সম্মুখীন।
বক্তারা আরও বলেন, ভার্চুয়াল আদালতে নাম মুষ্ঠিমেয় কয়েকজন বিজ্ঞ আইনজীবী লাভবান হলেও সাধারণ আইনজীবীরা বঞ্চিত হচ্ছেন। নিয়মিত আদালত খুলে না দিলে সাধারণ আইনজীবীরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হবেন।
মানববন্ধনে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোরশেদ মিয়া আলম, সাবেক সিনিয়র সহসভাপতি মল্লিক মো. শফিউদ্দিন আহম্মেদ, সাবেক সহসম্পাদক শামীমা আক্তার শাম্মি, সাবেক কোষাধ্যক্ষ সামসুজ্জামান, আমিনুল হনি টিটুসহ একাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।