নীলফামারীতে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ড
নীলফামারীর জলঢাকায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার একমাত্র আসামি মাহমুদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। আজ বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মনসুর আলী এই রায় দেন। একই সঙ্গে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
মামলাসূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর বিকেলে বাড়িতে একা পেয়ে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পালিয়ে যায় মাহমুদার। এ ঘটনায় পরদিন জলঢাকা থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আজ সেই মামলার রায় ঘোষণা করা হলো। পরে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লায়লা আঞ্জুমান আরা ইতি বলেন, ‘মামলার পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। ১৪ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করেন। পরে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারক।’