নেত্রকোনার আটপাড়া ইউএনওর কার্যালয়ে চুরি
নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে। আজ রোববার বিকেলে এ বিষয়ে আটপাড়া থানায় মামলা হয়েছে। ইউএনওর কার্যালয়ের সার্টিফিকেট সহকারী অমিতাভ সরকার বাদী হয়ে মামলাটি করেন।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলা পরিষদ ভবনের নিচতলার সিঁড়ির নিচে টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙে গতকাল রাতে ইউএনও কার্যালয়ে চুরি হয়। এ সময় ইউএনওর কক্ষ ও তার পাশের দুটি কক্ষের তালা ভেঙে আলমারির ভিতরে থাকা প্রায় চার লাখ টাকা নিয়ে যায় এবং বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। এ ছাড়া ইউএনওর কার্যালয়ের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরার তার কেটে হার্ডডিক্স নিয়ে যায়।
আটপাড়ার ইউএনও সাকিল আহমেদ বলেন, ‘আমার কার্যালয় থেকে চোর প্রায় চার লাখ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিক্স চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে।’
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল জানান, চুরি ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।