নেত্রকোনায় আইসললি ও ম্যাংগোবার জব্দ
নেত্রকোনায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন আইসললি ও ম্যাংগোবার জব্দ করা হয়েছে। বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে মেসার্স ছিদ্দিক স্টোরে আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন ৯ বস্তা আইসললি ও ও আট কার্টন ম্যাংগোবার জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষণিক সিলগালা করে দেওয়া হয়। পরে জব্দ করা আইসললি ও ম্যাংগোবার জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ ছাড়া বাজারের কাউসার সিলেট বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় ১০ হাজার টাকা, আরও দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. হাবিলউদ্দীন এবং বারহাট্টা উপজেলা স্যানিটারি পরিদর্শক আব্দুস সালাম।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম।