নেত্রকোনায় আকস্মিক বন্যা এবং পূর্বাভাস নিয়ে মতবিনিময়
উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা ও পূর্বাভাসবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা হয়।
নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের সভাপতিত্বে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়ার সঞ্চালনায় কৃষি বিভাগ, আবহাওয়া বিভাগ, শিক্ষা বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন এ মতবিনিময় সভায় অংশ নেয়।
সভায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকা হাওরাঞ্চলের মানুষের জীবন, ফসল ও সম্পদ রক্ষায় বন্যার পূর্বাভাস ও প্রাক মৌসুমি বিপৎসীমা, ফসলরক্ষা বাঁধ রক্ষণাবেক্ষণ, খাল ও নদী খননসহ সুবিধাভোগীদের কাছে পূর্বাভাস প্রচার করা এবং আকস্মিক বন্যার পূর্বাভাস বিষয়ে প্রত্যাশা ও ভবিষ্যৎ লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।
সভায় জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, ‘কৃষিপ্রধান খাদ্য উদ্বৃত্ত জেলা নেত্রকোনা। জেলার ১০টি উপজেলার মধ্যে হাওরবেষ্টিত সাত উপজেলা রয়েছে। যেখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগসহ সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ ছাড়া হাওরে অনাবাদি জমিতে ধান চাষের পাশাপাশি মৌসুমি ফলন বাড়ানোর প্রতি জোর দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়া আহমেদ সুমন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ শরফরাজ বান্দা, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলী, আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ।