নেত্রকোনায় খাদ্য সহায়তা পেল ৫০০ পরিবার
নেত্রকোনায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, নরসুন্দরসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে নেত্রকোনা স্টেডিয়াম মাঠে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলার ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও মিষ্টি কুমড়া।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মো. আকবর আলী মুনশী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহম্মেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবু নাসের মিলু, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপক ধর গুপ্ত, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান, পৌরসভার প্যানেল মেয়র-১ এস এম মহসীন আলম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।