নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে কৃষক খুন, আটক ৬
নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আজ রোববার বিকেলে কৃষক মো. শহিদ মিয়া (৫১) খুন হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ সময় দুই নারীসহ চারজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে।
এলাকাবাসী জানায় মো. শহিদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তার বড় ভাই মো. মুকবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ বিকেল ৩টার দিকে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদ মিয়ার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে শহিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় শহিদ মিয়ার স্ত্রী শ্যামলা আক্তার (৪৫), ছেলে শাহিন মিয়া (২৫) ও অন্তঃসত্ত্বা ভাগ্নি হারুনা আক্তারসহ (২২)চারজন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে ঘটনা সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসীর সহায়তায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।