নেত্রকোনায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, টিকা নিতে হাসপাতালে ভিড়
নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছে বেশি। হাসপাতালগুলোতে টিকা নেওয়ার ভিড় বেড়েছে।
সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ৫০ জন। এ ছাড়া গত দুদিনে ১৭১ জনের নমুমা পরীক্ষায় আক্রান্ত হয়েছে মোট ৮১ জন।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত সরকারি হিসাবে সর্বমোট ২৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত ১৮ হাজার ৭৫৪টি নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৪৬৩টির। জেলায় এক হাজার ৫৫৯ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে এক হাজার ১৫১ জন।
জেলা সদরসহ সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সাধারণের চলাচলেও সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে সচেতন করতে মাইকিং ও মাস্ক বিতরণ করা হচ্ছে। সীমান্ত এলাকায় মানুষের চলাচলে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। করোনা বৃদ্ধি রোধে সচেতনতা বাড়াতে মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব বজায় রেখে কোনো কাজ ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান ও পুলিশ সুপার আকবর আলী মুনসী।