নেত্রকোনায় হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
নেত্রকোনায় তিন দিনব্যাপী হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত প্রশিক্ষণে জেলার ৩৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।
আজ মঙ্গলবার শেষদিন বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের হাতে সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র প্রদান অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দার চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খানসহ সাংবাদিকরা।
তিন দিনব্যাপী হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এনটিভির সাবেক নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ। প্রশিক্ষণে সমন্বয়কারী হিসেবে ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক হোসেন।