নেত্রকোনায় হাতকড়াসহ পলাতক আসামি ফের গ্রেপ্তার
নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাতকড়াসহ নারী নির্যাতন মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর ফের গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ওই আসামি কৌশলে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ফের গ্রেপ্তার করা হয়। পালিয়ে যাওয়া আসামির নাম হাবিবুর রহমান (৪৭)। তাঁর বাড়ি উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রামেস্বরপুর গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, হাবিবুর রহমান তাঁর প্রথম স্ত্রী নাজমা আক্তারের দায়ের করা নারী নির্যাতন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে আটপাড়া থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় তাঁর পাতলা পায়খানা দেখা দেওয়ায় অসুস্থবোধ করেন। পরে পুলিশ তাঁকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আজ বুধবার সকাল ৬টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান হাবিবুর। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ তাঁর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ফের গ্রেপ্তার করে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি হাবিবুরকে ফের গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দায়িত্বে অবহেলার অভিযোগে মো. আল আমিন ও আবুল বাশার নামে দুজন পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৩১ মে জেলার মদন থানা পুলিশের হাত থেকে পলাশ মিয়া (২৮) নামের চুরি মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে যান।