নেত্রকোনায় ৮১ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক প্রদান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া নেত্রকোনার ৮১টি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে মোট চার লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান।
অনুষ্ঠানে সাতপাই কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন পণ্ডিতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ার জাহান সুজন, নেত্রকোনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতাংশু বিকাশ আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল সাহা রায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক মানিক রায়, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. পলাশ মজুমদার বাপী, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সমিরণ সরকার, জেলা কৃষক লীগের সদস্য করুণা সিন্ধু রায়, সাংবাদিক ভজন দাস, মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী ভট্টাচার্য, কবি পহেলা দেসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতারা।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় ৫১৬টি পূজামণ্ডপে ২৬০ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়।