নেশার টাকা না পেয়ে ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নেশাগ্রস্ত ছেলের ইটের আঘাতে ইমদাদুল হক নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। আজ শনিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান।
নিহত ইমদাদুল হক (৫২) চিরিরবন্দর সরকারি কলেজের প্রভাষক। তাঁর বাড়ি চিরিরবন্দর উপজেলার নান্দেডাই গ্রামে।
চিরিরচন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানায়, গতকাল শুক্রবার নিজ বাড়িতে বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ছেলে রেজওয়ানুল ইসলাম (২৩) ক্ষিপ্ত হয়ে বাবাকে ইট দিয়ে আঘাত করেন। এতে বাবা ইমদাদুল হক গুরুতর আহত হন। পরে তাঁকে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন আজ শনিবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। বাবা মারা যাওয়ার খবর পেয়ে ছেলে রেজওয়ান ইসলাম আত্মগোপন করেন বলে জানা গেছে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।