নোংরা পরিবেশে খেজুর রাখায় কোল্ড স্টোরেজকে জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খেজুর মজুত করার অপরাধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এগারসিন্দু কোল্ড স্টোরেজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-১৪-এর ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে বিচারক সহকারী কমিশনার এ কে এম লুৎফর রহমান জরিমানার করেন।
কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
এ সময় র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শোভন খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘মাহে রমজানকে কেন্দ্র করে খেজুরের চাহিদা বৃদ্ধিকে পুঁজি করে মুনাফার উদ্দেশ্যে এভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মজুত করা হয়েছিল। এসব খেজুরে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ছিল।’
র্যাব কর্মকর্তা শোভন খান বলেন, ‘এর আগে ২০১৯ সালের ২৯ এপ্রিল মেয়াদোত্তীর্ণ এক হাজার কেজি মিষ্টি ও ৭০০ কেজি বিদেশি খেজুর রাখার দায়ে এগারসিন্দুর কোল্ড স্টোরেজ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।