নোটিশ জারি করতে গিয়ে মারধরের শিকার, রিমান্ডে ২
মামলার নোটিশ জারি করতে গিয়ে মারধরের শিকার হওয়ার ঘটনায় দুই আসামিকে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহার এক আসামিকে ও গতকাল রোববার গ্রেপ্তার আরেক আসামিকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান এই রিমান্ডের আদেশ দেন।
আদালতের সরকারি কোঁসুলি আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মন্টু নামের এক আসামিকে একদিনের রিমান্ড ও গতকাল এনামুল হক পাখি নামের আরেকজনকে রিমান্ড দেওয়া হয়েছে।
নথি থেকে জানা গেছে, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এর প্রসেস জারিকারক মোজাম্মেল হক গত ২২ এপ্রিল দক্ষিণ কেরাণীগঞ্জে আসামি এনামুল হক পাখির বিরুদ্ধে আদালতের একটি সমন জারি করতে যান।
এসময় এনামুল হক পাখি ও মন্টুসহ অজ্ঞাতনামা আসামিরা মোজাম্মেলকে আটক করে মারপিট করে এবং আদালত সম্পর্কে নেতিবাচক কথা বলে। এই ঘটনায় মোজাম্মেল আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।