নোয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের ১৯ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৪
নোয়াখালীর চৌমুহনী থেকে ডাচ-বাংলা ব্যাংকের মাস্টার এজেন্টের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ লাখ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেগমগঞ্জ থানায় সাইফুল বাশার বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ৪ জন ও টাকা উদ্ধারের বিষয়ে আজ দুপুর সাড়ে বারোটায় নোয়াখালীর পুলিশ সুপারের কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপকজ্যোতি খীসা, পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ (ক্রাইম), বেগমগঞ্জ সার্কেলের এএসপি নাজমুল হাসান রাজিব প্রমুখ।
উল্লেখ্য, গত মাসের ২০ জুন দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আটিয়াবাড়ির পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিটি উপজেলায় একটি করে মাস্টার এজেন্ট পয়েন্ট থাকে। এ এজেন্ট পয়েন্ট থেকে অন্যান্য সাধারণ এজেন্ট পয়েন্টগুলোতে টাকা সরবরাহ করা হয়। প্রতিদিনের মতো গত ২০ জুন সকালের দিকে চৌমুহনী ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার পয়েন্ট থেকে তাঁদের কর্মী মোজাম্মেল হক ওরফে জামসেদ ১৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা তিনি বিভিন্ন পয়েন্টে থাকা এজেন্টদের কাছে বিতরণের জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। মোজাম্মেল হক দুপুর সোয়া ১২টার দিকে মোটরসাইকেলে করে আটিয়াবাড়ি পোল সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন যুবক আরেকটি মোটরসাইকেল নিয়ে এসে তাঁর গতিরোধ করে। এ সময় তারা মোজাম্মেলের কাছ থেকে জোরপূর্বক ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় গত ২১ জুন চৌমুহনী ডাচ্ বাংলা ব্যাংকিংয়ের মাস্টার এজেন্ট মোহাম্মদ সাইফুল বাশার (৪৩) বাদী হয়ে বেগমগঞ্জ থানায় অজ্ঞাতনামা তিনজনের নামে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর করিমপুর এলাকার যুবায়েদ হোসেন বিপ্লব (২৮), চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌর হাজিপুর গ্রামের পারভেজ (৩০), ১১ নং দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের আমিরুল ইসলাম সুজন (২৯) ও গণিপুর এলাকার মো. সাহাব উদ্দিন (৩৭)। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম সুজন উপজেলার দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।