নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ বেশ কিছু অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজ ও নয়টি কিরিচ জব্দ করে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত নুর উদ্দিন ওরফে আসিফ (২১) উপজেলার মুরাদপুর গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার দুপুরে আসামি নুর উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’