নোয়াখালীতে মন্দিরে হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মিছিলটি ব্যাংক রোডের রাধামাধব জিউর মন্দির, রাম ঠাকুরের আশ্রম থেকে শুরু হয়ে কলেজ রোডস্থ ইসকন মন্দির, বিজয়া মন্দির প্রদক্ষিণ করে।
এর আগে রাধামাধব জিউর মন্দিরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহানাজ বেগম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর বাবু খোকন ঘোষ ও চৌমুহনী পৌরসভা আওয়ামী লীগের নেতারা।
সমাবেশ শেষে গত ১৫ অক্টোবর নিহত পরিবার ও ক্ষতিগ্রস্ত মন্দিরে পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এ হামলার নিন্দা ও নির্বিচারে গণগ্রেপ্তারের নিন্দা জানান।