নোয়াখালীর ঘটনার মন্তব্যে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সম্প্রতি মন্দিরে হামলা, ভাঙচুর ও নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখা।
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে বিবিসি বাংলায় দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আজ শনিবার বিকেলে চৌমুহনী ইসকন মন্দিরে সাংবাদিক সম্মেলনে এ প্রতিবাদ জানায় তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক বিনয় কিশোর রায়, শ্রী শ্রী রাধা মাধব জিউর মন্দিরের অধ্যক্ষ রনজিৎ দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট পাপ্পু সাহা, সাবেক ট্রাস্টি শ্রী তপন মজুমদার ও নিহত দুই হিন্দু পুরোহিত যতন সাহার স্ত্রী ও প্রান্ত দাসের মা।
বক্তারা অবিলম্বে পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহার করে সঠিক বক্তব্য দেওয়ার দাবি জানান। আর না হলে তারা লাগাতার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
বক্তারা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের কারণে দুষ্কৃতিকারীরা আরও বেপরোয়া হয়ে যাবে। এ জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আপনি চৌমুহনীতে এসে দেখে যান ঘটনার ভয়াবহতা। আর কি হলে আপনি স্বীকার করবেন মন্দিরে ভাঙচুর হয়েছে ও মানুষ খুন হয়েছে? আপনার বক্তব্য আমাদের ব্যথিত ও মর্মাহত করেছে।
গত ১৫ অক্টোবর জেলার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর দোকান-পাট মন্দির ও উপসানালয়সহ বেশ কয়েকটি ভবনে হামলা ও ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ হামলার ঘটনায় উল্লেখিত দুই ব্যক্তি নিহত ও ১৭ জন আহত হয়।