নৌযানেও অর্ধেক যাত্রী পরিবহণ, বাড়ছে ভাড়া
নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বাস-ট্রেনের মতো নৌযানেও আগামীকাল বৃহস্পতিবার থেকে অর্ধেক যাত্রী পরিবহণ করতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকে নৌ-ভাড়া বাড়ানো হবে। এ বিষয়ে আজ নৌযান মালিকদের সঙ্গে বসে ভাড়া নির্ধারণ করা হবে।’
সচিবালয়ে আজ বুধবার ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘লঞ্চ লঞ্চ মালিকেরা বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবো। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে যাত্রী পরিবহণ কমাতে হবে। লঞ্চ মালিকেরা আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কতটুকু ভাড়া বাড়ানো যায় সেটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়কে জানাবেন, আমরা সে আলোকে দ্রুত সিদ্ধান্ত নেব।’
নৌপরিবহণ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের লঞ্চে উঠতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাড়া বাড়ানোর পাশাশাশি নৌযানের সংখ্যাও বাড়ানো হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য বিভাগের প্রণীত গাইডলাইন বা স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সদরঘাটসহ অন্যান্য নৌবন্দরে যাবতীয় নৌযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করতে হবে।’
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখতে হবে; রাতে সব ধরনের মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে।’ এ সময় সদরঘাট থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত রাস্তা যানজটমুক্ত এবং সদরঘাট টার্মিনাল ও লঞ্চগুলো হকারমুক্ত রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।