নড়াইলের সাহাপাড়া পরিদর্শনে ঢাবি শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধিদল
নড়াইলের দিঘলিয়ার সাহাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধিদলে ছিলেন ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর খায়রুল চৌধুরী, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংবাদিক নজরুল কবীর, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা এবং দৈনিক জনকণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মুনতাসির জাহিদ।
প্রতিনিধিদলের সদস্যরা এ হামলার নিন্দা জানিয়ে বলেন, নড়াইলের দিঘলিয়ার মতো ঘটনা দেশে আর দেখতে চাই না। এজন্য অপরাধীদের যথাযথ শাস্তি দিতে হবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে। হিন্দু সম্প্রদায়ের সহায়-সম্পত্তির চেয়ে, মনে যে ক্ষত হয়েছে; সেটি দূর করা প্রয়োজন। এজন্য সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে।