নড়াইলে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর উপজেলার আমবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন নাজমুল শেখ (২৮), শিমুল শেখ (৩৭), বিলায়েত শেখ (২৭), সোহেল শেখ (৩২), নাসিম শেখ (৩০), দিদার শেখ (২৫), শিমুল মোল্যা (৩৪), হিল্লাল শেখ (৪২), আহাদ ভূইয়াসহ (৪৬) উভয় পক্ষের অন্তত ১৫ জন।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাতেবার মোল্যা গ্রুপ ও নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল সন্ধ্যা ৬টার দিকে আলমগীরের ছেলে অনীক হোসেন পাশের গ্রাম রঘুনাথপুরে যাওয়ার সময় কাতেবার গ্রুপের সমর্থকরা তাকে ধাওয়া করে। পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
গুরুতর আহতদের খুলনা ২৫০ শয্য হাসপাতাল ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বিবদমান দুটি পক্ষের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
কালিয়া থানার পরিদর্শক (অপারেশন) মো. আমানউল্লাহ বারী বলেন, ‘ওই সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’