নড়াইলে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউনের প্রথম দিন
করোনাভাইরাসের সংক্রমণ, মৃত্যু এবং এর বিস্তার রোধে নড়াইলে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার লকডাউনের প্রথম দিন কঠোরভাবে পালিত হচ্ছে।
আজ সকাল থেকে কোনো ধরনের গণপরিবহণ চলাচল করেনি। তবে কিছু ভ্যানগাড়ি চলাচল করতে দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনী তাতে বাধা দিয়েছে। শহরের প্রধান প্রধান মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী সাত দিন এ লকডাউন কার্যকর থাকবে।
গত শনিবার রাতে করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নড়াইলে গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের করোনা নমুনা পরীক্ষা করে ৪৪ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত বিচারে আক্রান্তের হার ৫৫ দশমিক ৭০ শতাংশ। জেলায় এ পর্যন্ত দুই হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট সুস্থ হয়েছে এক হাজার ৮৬৪ জন। নতুন একজনসহ মোট মারা গেছে ৩১ জন। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগী রয়েছে ৩৭৩ জন।