নড়াইলে কৃষককে কুপিয়ে জখম
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে সাজ্জাদ শেখ (২৫) নামের এক কৃষককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপাশা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের আজিজুল গাজী ও আশিক গাজী তাঁর ওপর হামলা করেন বলে দাবি আহত সাজ্জাদের।
আহত সাজ্জাদ শেখ উপজেলায় বয়রা গ্রামের দক্ষিণপাড়ার শুকুর শেখের ছেলে।
আহত সাজ্জাদের স্বজনরা জানায়, মাঠ থেকে ধান কেটে বাড়িতে ফিরছিলেন সাজ্জাদ। পথিমধ্যে বয়রা জামে মসজিদের সামনে এলে আজিজুল গাজী ও আশিক গাজীসহ পাঁচ থেকে ছয়জন তাঁর পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে সাজ্জাদকে আহত করে। এ সময় সাজ্জাদের চিৎকারে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বিপাশা মোশাররফ বলেন, ‘রোগীর মাথায় বড় ধরনের ক্ষত হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনা শুনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওই গ্রামে দীর্ঘদিন ধরে বিবাদমান দুটি পক্ষ রয়েছে। একটির নেতৃত্বে রয়েছেন ওমর মোল্লা, ও অপরটির নেতৃত্বে এনায়েত লস্কর।